আমের ভাল দামে খুশি ব্যবসায়ীরা


চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য যার সুখ্যাতি সারাদেশেই, এখন জেলা জুড়েই চলছে আম নিয়েই কর্মযজ্ঞ। সকাল থেকে গভির রাত পর্যন্ত চলে এ আম নিয়েই কারবার। তবে এখনো খুব বেশি জমে উঠেনি চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে বড় আম বাজার কানসাট আম বাজার। ব্যবসায়ীরা বলছেন, এখনো আসেনি বড় বড় ব্যাপারীরা, তাই জমেনি বাজার। তবে সময় যত গড়াবে, বাজার তত জমে উঠবে। বুধবার সকালে কানসাট আম বাজারে গিয়ে কথা হয়, স্থানীয় ব্যাপারী রানীবাড়ি চাঁদপুরের শাহজাহানের সাথে, তিনি জানালেন, এবার আমের দাম গতবছরের তুলনায় ভাল। এবছর আমের ফলন কম হয়েছে, তাই আমের দামটা ভাল পাওয়া যাচ্ছে।
বাজারে আরেক ব্যাপারী জিয়াউল বলেন, মুকুল ভালই এসেছিলো, তবে আবহাওয়ার কারনে জ্বলে যাওয়ার আম কম হয়েছে, বাগানে সিকিভাগ আম আছে।
খিরসাপাত আমের ভালো দামে খুশি ব্যবসায়ীরা বলছেন, বাজারে অন্য আমের দাম খুব বেশি নয়, এতে যাদের খিরসাপাত আম আছে তারাই লাভবান হবেন। অন্যদের খুব বেশি লাভ হচ্ছে না। তারপরও গতবছরের তুললায় বাজার ভাল।
বাজার ঘুরে দেখা যায়, ভাল মানের খিরসাপাত বিক্রি হচ্চে ৩০০০ টাকা, মধ্যম মানের ১৮০০-২২০০, আর ছোট সাইজের খিরসাপাত ১৫০০ টাকা। এদিকে ল্যাংড়া আম ১০০০ -১৫০০০ টাকা, গুটি ৫০০- ৯০০ টাকা।
কানসাট আম বাজারের আশেপাশে দুই রাস্তার ধারে কয়েকশ আমের  আড়ৎ গড়ে উঠেছে, এই আড়ৎ গুলো থেকেই প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে আম পাঠানো হয়। তবে কানসাট এলাকার এসব আড়ৎগুলোতে এখনো কর্মব্যস্ততা চোখে পড়েনি।
অর্পিতা ট্রেডার্স এর ম্যানেজার আল জুবায়ের বলেন, ঈদের পর থেকে আম পাঠানো শুরু হয়েছে, ধীরে ধীরে বাড়বে। ঢাকাসহ বিভিন্ন মোকামে আমের চাহিদা কম আছে। গত বছরের তুলনায় শুরুর সময় হলেও সার্বিক আম ব্যবসার চিত্র ভালো। দাম ভালই আছে বলতে হবে।
শিবগঞ্জ উপজেলা আম চাষীদের সংগঠক, ইসমাইল খান শামীম জানান, গত বছর আমের ভাল দাম না পাওয়ায় অনেকেই বাগানের যতœ নিতে অনিহা দেখিয়েছেন। এতে করে সার্বিক আমের ফলনে প্রভাব পড়েছে। আমের ফলন কম হয়েছে, আর চাহিদা থাকায় বাজারে প্রভাব পড়েছে। এবার চাহিদা ও জোগানের এর সহজ সমিকরনে বেড়েছে আমের দাম। আমের এ ভাল দাম পাওয়ার কারনে অনেকেই আগামীতে আবারো বাগানের যতেœ মনোযোগী হবেন। এই আম সংগঠক মনে করেন, আমের উৎপাদন বাড়াতে হলে অবশ্যই নিয়ম মেনে সঠিকভাবে বাগানের পরিচর্যা করতে হবে, সেই সাথে সব বাগানেই পরিচর্যা করতে হবে, এক বাগানে পরিচর্যা করলে পাশের বাগানটি যদি পরিচর্যা না করা হয়, তাহলে পরিচর্যা করেও লাভবান হওয়া যাবে। পরিচর্যার বিষয়টি সবাই মিলেই করতে হবে।
আমের ভাল দামে খুশি ব্যবসায়ীরা





কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7