চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা মনাকষা ইউনিয়নের শিংনগর সীমান্তে মানারুল (২৭) নামে এক বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহত মানারুল মনাকষা ইউনিয়নের তারাপুর মুন্নাপাড়ার নুহু মুন্নার ছেলে।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা সীমান্ত ঘেষা একটি আম বাগানে মানারুলের লাশ পড়ে থাকতে দেখে, উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়। স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার ভোর রাতে ভারত থেকে ফেলার পথে বিএসএফ সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই মানারুল মারা যায়। যদিও এই বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা সীমান্ত ঘেষা একটি আম বাগানে মানারুলের লাশ পড়ে থাকতে দেখে, উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়। স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার ভোর রাতে ভারত থেকে ফেলার পথে বিএসএফ সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই মানারুল মারা যায়। যদিও এই বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।