প্রকৃতিতে স্বস্তির বৃষ্টি, তবে ঝড়ে ক্ষতি আমের

কদিনের তাপদাহের পর সোমবার সন্ধ্যায় প্রকৃতিকে ঝড়েছে স্বস্তির বৃষ্টি। প্রকৃতিতে শিতল পরশ এনে দেয়া এ বৃষ্টিতে সবার মাঝেই ফিরেছে প্রশান্তি। তবে বৃষ্টির সাথে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে চাঁপাইনবাবগঞ্জের আম বাগান গুলোতে কিছুটা আমের ক্ষতি হয়েছে।

মহারাজপুরের আম ব্যাবসায়ী ইব্রাহিম বলেন, এটাই প্রথম কোন বড় ধরনের ঝড় হয়েছে, বাগানের আম অনেক পড়েছে, তারপরও যা আছে সেগুলো যদি আগামীতে টিকে থাকে তাহলে তেমন ক্ষতি হবে না। এখন দেখা যায় আরো কোন দূযোগ আসে কিনা।
শিবগঞ্জ উপজেলার আরেক আম বাগান মালিক শফিকুল ইসলাম বলেন, প্রথম কাল বৈশাখী ঝড়ে আমার বাগানের বেশ কয়েকটা আম গাছেও উপড়ে গেছে।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক ইয়াসিন আলী জানান, সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলায় ঝড় আঘাত হাতে। বৃষ্টির সঙ্গে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে তিন উপজেলার আমে যে ক্ষতি হয়েছে তা নিরুপনে কাজ করছে কৃষি বিভাগ।

চাঁপাইনবাবগঞ্জ উদ্যোনতত্ব গবেষনা কেন্দ্রের ফল গবেষক ড. জমির উদ্দীন বলেন, প্রকৃতির নিয়মেই কিছু আম ঝরে পড়ে নানা ভাবে, গতকালের ঝড়ে আম ঝরে পড়লেও, গাছ গুলোতে যে পরিমান আম অবশিষ্ট আছে সেগুলো পরিপক্ক হওয়া পর্যন্ত টিকে থাকলে আমের ফলনে কোন প্রভাব পড়বে না।




কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7