শান্তিপূর্ন ভাবে শেষ হলো ভোট গ্রহন, চলছে গননা

শীতের সকালে ভোটার উপস্থিতি ভালই ছিলো চাঁপাইনবাবগঞ্জে। বেশ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে এমনই চিত্র পাওয়া যায়। অনেক কেন্দ্রেই সকাল ১০টার মধ্যে প্রায় ৩০ শতাংশ ভোট পড়ে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট  শান্তিপূর্ন ভাবেই শেষ হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ শহরের তাজকেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের গিয়ে দেখা যায়, সকাল সকাল ভোট প্রদান করতে অনেকেই এসেছেন। কেন্দ্রের দ্বায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা শামসুন্নাহার জানান, শতকরা ৩২ ভাগ ভোট পড়েছে সকাল সাড়ে ১০টার মধ্যেই, ১৮৭৩ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৬০৯ জন। চাঁপাইনবাবগঞ্জ শহরের বালিকা উচচ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় সেখানে সকাল ১১টার পর্যন্ত ভোট পড়েছে শতকরা ৩৫ ভাগ। 
বিকাল সাড়ে তিনটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদরের আঙ্গারিয়া পাড়া সরকারি প্রথমিক বিদ্যলয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, শেষ সময়েও কয়েকজন ভোটার ভোট দেয়ার জন্য লাইনে ছিলেন। ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা নূরুল ইসলাম জানান তার কেন্দ্রে প্রায় শতকতা ৭০ ভাগ ভোট পড়েছে।
চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে ভোট ভোটার ১১ লাখ ৭৫ হাজার ৭৬৩জন, ভোট কেন্দ্র রয়েছে ৪৬৭টি।




কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7