
অনুষ্ঠানে বন্ধুসভার একটি ভাল কাজের অংশ হিসেবে ‘লেখাপড়ায় পিছিয়ে পড়া সন্তানদের এগিয়ে নিতে চাঁপাইনবাবগঞ্জের শংকরবাটী পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই-খাতা নিয়ে পাঠ নিতে যাওয়া ২৬ জন মা’কে সম্মাননা দেওয়া হয়। তাঁদের উপহার সামগ্রীও তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, প্রথম আলো বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ড এবং শিক্ষার্থী ও তরুণদের এগিয়ে নিতে নানামুখী কাজ করে দেশের অসংখ্য মানুষের মন জয় করতে পেরেছে। ভালোর সাথে আলোর পথে- এ স্লোগানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ভালো কাজের সাথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়া এ উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইংয়ে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার শিক্ষার্থীরা বিদ্যালয়ের আঙ্গিনা, মাঠ পরিষ্কার ও আশেপাশের ঝোঁপজঙ্গল কেটে পরিষ্কার করে। এছাড়া শিক্ষার্থীদের লাগানো ফুলের বাগান ও রাস্তার পাশের গাছগুলোতে পানি দিয়ে পরিচর্যা করে। শেষে শিক্ষার্থীদের মিষ্টিমুখ করানো হয়।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।