নাচোলে ভুটভুটি চাপায় কবিতার মৃত্যুর প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গত রোববার ভুটভুটি চাপায় মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী কবিতা আক্তার কাকলীর মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন করেছে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ৯টায় মির্জাপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মির্জাপুর কলেজ, মির্জাপুর উচ্চ বিদ্যালয় ও মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মির্জাপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনিরুল ইসলাম টুনা এবং প্রধান শিক্ষক বানী ইসরাইল ও সহকারী শিক্ষক চন্দন কুমার মাহাতো, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বাসির ও সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, নাচোল উন্নয়ন ফোরামের সদস্য সচিব আমানুল্লাহ আল মাসুদ, কলাম লেখক ও জ্যেষ্ঠ সাংবাদিক সাজিদ তৌহিদ, বঙ্গবন্ধু মিতালী সংঘের সভাপতি সবুজ, স্থানীয় তরুণ সুজন, কবিতার সহপাঠী মুক্তারা খাতুন প্রমুখ।

বক্তারা ভুটভুটি চাপায় কবিতার মৃত্যুর তীব্র প্রতিবাদ এবং দোষী চালককে অবিলম্বে গ্রেফতারপূর্বক বিচারের আওতায় আনার জোর দাবি জানান। এ সময় তারা কবিতার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

মানববন্ধনে কবিতার দাদা নাচোল বিআরডিবির চেয়ারম্যান গোলাম মোস্তফা, বাবা গোলাম কবির ও মা রহিমা বেগম বক্তব্য দেন। তাদের বক্তব্যের সময় হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। সব শিক্ষার্থীই কান্নায় ভেঙে পড়েন। এ সময় কবিতার মা রহিমা বেগম বলেন, ‘আমি কোনো ক্ষতিপূরণ চাই না। আমি চাই ন্যায্য বিচার। যে চালক আমার মেয়েকে চাপা দিয়ে হত্যা করেছে, আমি তার ফাঁসি চাই।’






কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainews

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7