
সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাসুদ রানা জানান, বুধবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সদর উপজেলার বাখের আলী ঘাট এলাকায় পদ্মার উজানে বিজিবি’র সহায়তায় ভ্রাম্যামাণ আদালত নিয়ে অভিযান চালানো হয়। এসময় জব্দ হয় ৪ লক্ষ টাকা মূল্যের ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ। অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের দায়ে আটক হয় ৬ জেলে। ভ্রাম্যামাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলামের নির্দেশে নদীর ধারে প্রকাশ্যে জালগুলি পুড়িয়ে ধ্বংস করা হয়। ৬ জেলের প্রত্যেককে দেড় হাজার টাকা করে জরিমানা করা হয়। জব্দ মাছগুলি এতিমখানায় বিতরণ করা হয়।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।