নাচোল অফিস: জেলা তথ্য অফিসের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শিশু ও নারী উন্নয়নে সচেতনামূলক যোগাযোগ কার্যক্রম(৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় নাচোল উপজেলা পরিষদের বিআরডিবি মিলনায়তনে এ কর্মশালা অনুষ্টিত হয়। জেলা তথ্য অফিসার মো-ওহেদুজ্জামান এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ নাজমুল হক। শিশু ও নারী উন্নয়নে সচেতনামূলক বক্তব্য রাখেন নাচোল হাসপাতালের ডা: মো-আনারুল আবেদীন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক ফাইজুর রহমান মানি। অনুষ্ঠানে শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধিসহ সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মশালায় মাতৃত্ব,শিশুবিকাশ ও নারীর ক্ষমতায়নের উপর আলোচনা করা হয়।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।