
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনে ক্লোজ হওয়া তিন পুলিশ সদস্য হলেন, রহনপুর তদন্ত কেন্দ্রের কনস্টেবল আল মামুন,আলাল ও শামীম।
পাঁকা ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান জানান, মঙ্গলবার রাত ১২ টার জনতা হাতে আটক তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে, পড়ে ছেড়ে দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম জানান, প্রাথমিক পদক্ষেপ হিসাবে ওই তিন পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে, তদন্তে অপরাধ প্রমানিত হলে তাদের বিরুদ্ধে আইন অনুয়ায়ী ব্যবস্থা নেয়া হবে।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।