
চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৩০ জনকে গ্রেফতার করেছে র্যাব। এইসময় উদ্ধার হয়েছে ৫১১ বোতল ফেনসিডিল,৪৫০ গ্রাম গাঁজা,১৫ লিটার চোলাই মদ,২এ্যাম্পল নেশার ইনজেকশন,বিভিন্ন মাদকসেবন সামগ্রী। সেই সাথে মাদক বহনে ব্যবহৃত ট্রাক ও অটো ভ্যান গাড়িও জব্দ করেছে র্যাব সদস্যরা। বুধবার (২৪অক্টোবর) দুপুরে ও গত মঙ্গলবার (২৩’অক্টোবর) দিনব্যাপী মাদক বিরোধী পৃথক অভিযান চালায় র্যাব। বুধবার বিকালে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা হযেছে ও ২৭ জনকে ভ্রাম্যামাণ আদালতে দন্ড দেয়া হয়েছে।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।