চাঁপাইনবাবগঞ্জে ২১৪৭ বোতল ফেনসিডিলসহ মো. বাদশা (৫৬) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। বাদশা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত ইন্তাজ মন্ডলের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিন শহর এলাকায় বাদশার বাথান বাড়িতে অভিযান চালায় র্যাব। চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার সাঈদ আবদুল্লাহ আল মুরাদ রাত সাড়ে ৮টায় প্রেস বিফিং এ জানান, বিপুল পরিমান ফেনসিডিল পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিন শহরে বাদশার বাথান বাড়িতে অভিযান চালায় র্যাব। এ সময় বস্তায় থাকা ২১৪৭ বোতল ফেনসিডিলসহ বাদশাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া বাদশা শীর্ষ মাদক ব্যবসায়ী বলে প্রেস বিফিং এ জানানো হয়। এই বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মামলা দায়ের করা হয়েছে।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।