দশভূজা মায়ের বিদায়ের মধ্য দিয়ে শেষ শারদীয় দুর্গাপুজা

শারদীয় দুর্গাপুজায় শুক্রবার ছিলো বিজয়া দশমী, এদিন সকাল থেকেই মন্দির গুলোতে ছিলো বিষাদের সূর। দশভূজা মাকে বিদায় জানাতে সকাল থেকেই মন্দিরে উপস্থিত হন ভক্তরা।
এদিকে বিজয়া দশমীর দিন মন্ডপ গুলো পরিদর্শনে গিয়েছিলেন, রাজনৈতিক নেতারা। চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ শুক্রবার সকালে বারোঘরিয়া বাইশ পুতুল পুজা মন্ডপসহ অনেকগুলো পুজামন্ডপ পরিদর্শন করেন। বেলা ১১টার দিকে তিনি বাইস পুতুল পুজা মন্ডপ পরিদর্শনে এসে, আগামী দিনে মন্দিরের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন। এই সময় তিনি আগামী দিনে নৌকায় ভোট দেয়া আহ্বান জানান।
এদিকে শিবগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানী, ওই আসনের মনোনয়ন প্রত্যাশী ডা শামিল উদ্দীন আহম্মেদ শিমুলসহ অনেকেই পুজা মন্ডপ পরিদর্শন করেছেন।
দর্পন বিসর্জনের মধ্য দিয়ে বেদী দূর্গাকে বিদায় জানানোর পর শুরু হয় বিসর্জনের অনুষ্ঠানিকতা। চাঁপাইনবাবগঞ্জ সদরে বিকাল থেকেই বিভিন্ন মন্ডপের প্রতিমা নিয়ে মহানন্দা নদীতে আসতে শুরু করেন ভক্তরা। সন্ধ্যার পর থেকেই একে একে নৌকায় থাকা প্রতিমা গুলোকে বিসর্জন দেয়া হয়।






কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7