চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে তরুনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে মহাডাঙ্গা রেলওয়ে সেতুর শেষ প্রান্তে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক তরুনের (১৭) মৃত্যূ হয়েছে। শুক্রবার ভোররাতে ঘটনাটি ঘটে বলে ধারণা করছে রেলওয়ে পুলিশ(জিআরপি) ও স্থানীয়রা। চাঁপাইনবাবগঞ্জ জিআরপি পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু বাক্কার জানান,স্থানীযরা ট্রেনে কাটা লাশ দেখতে পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে ষ্টেশন কর্তৃপক্ষকে খবর দেয়। ষ্টেশন কর্তৃপক্ষ জিআরপিকে ঘটনাটি জানায়। এ ব্যাপারে রাজশাহী জিআরপি থানায় অপমৃত্যু মামলা (নং-১৪) হবার পর জিআরপি দুপুর ২টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরিচয় না মেলায় রাত ৮টায় শহরের ফকিরপাড়া গোরস্থানে বেওয়ারিশ হিসেবে লাশটি দাফন করা হয়।
 রেল কর্র্তৃপক্ষ ও জিআরপি ধারণা করেছে,ভোররাত ৩টা থেকে ৪টার মধ্যে ওই লাইনে যাতায়াতকারী সিরাজগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ৫আপ রাজশাহী এক্সপ্রেস বা খুলনা-চাঁপাইনবাবগঞ্জ-রহনপুরগামী ৫৮৫ ডাউন মহানন্দা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই তরুন মারা গেছে।



কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7