চাঁপাইনবাবগঞ্জে প্রীতিলতার আত্মাহুতি দিবস পালিত

বীরকন্যা প্রীতিলতার ৮৬ তম আত্মাহুতি দিবস উপলক্ষে শুক্রবার চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগার মিলনায়তনে এ সভার আয়োজন করে প্রগতিশীল নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখা।সংগঠনের আহ্বায়ক ফারুকা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ইসরাইল সেন্টু, সাবেক সভাপতি এবিএম সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু হাসিব, বাংলাদেশ সাম্যবাদী দলের স্থানীয় নেতা কামাল উদ্দীন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা শাখার সমন্বয়ক কানাই চন্দ্র দাস, থিয়েটার, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজাহান প্রামাণিক, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক মারিয়া হাসান, সমাজসেবী আমিনুল ইসলাম, সাংবাদিক আনোয়ার হোসেন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বহ্নিশিখার সদস্য সচিব মনোয়ারা খাতুন।
বক্তারা বলেন, বৃটিশ সা¤্রাজ্যবাদ বিরোধী সশস্ত্র সংগ্রামের ইতিহাসে চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাব আক্রমণে প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বদান ও আত্মাহুতি এক গৌরবোজ্জ্বল অধ্যায়। মুক্তিকামী মানুষের কাছে প্রীতিলতার আত্মবলিদান আজও প্রেরণার উৎস হয়ে আছে। তাঁর চেতনা ধারণ করে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার শক্তি অর্জন করতে হবে আমাদের।




কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7