শেষ সময়ে টুপি,আতর সুরমার দোকানে ভিড়


আগামীকাল বুধবার মুসলিম সম্প্রদায়ের অন্যতম আনন্দের দিন, ঈদের দিন। দিনের হিসাব শেষে এখন শুধু কয়েকটা ঘন্টা সময়ের অপেক্ষা। ঈদের দিন নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে সবারই চেষ্টা থাকে। সুন্দর সুগন্ধী মেখে পরিপাটি হয়ে ঈদের নামাজ পড়তে যান সবাই। আর ঈদের পোষাকের কেনাকাটা শেষ করে ফেলেছেন অনেকেই, শেষ সময়ে তাই অনেকেই ছুটছেন শহরের আতর টুপির  দোকান গুলোতে।
শহরের নিউ মার্কেটের সামনের সড়কে অস্থায়ী দোনানে টুপি,আতর সুরমা বিক্রি হচ্ছে বেশ ভালই। মার্কেট গুলোতে কেনাকাটা শেষে টুপি, আতর সুরমা কেনার কাজটি সেরে নিতে ভুল করছেন না কেউই।
জামিলুর রহমান নামে একজনকে টুপি পছন্দ করতে দেখা যায়, তিনি জানালেন ঈদের নামাজ পড়তে যাব তাই একটা নতুন টুপি, আতর ও সুরমা কিনলাম।
সোহানুর রহমান নামে এক বিক্রেতা জানান, সাধারণত শেষ সময়েই সবাই আতর সুরমা ও টুপির দোকানে আসে, সোমবার থেকেই মূলত বিক্রি শুরু হয়েছে, যা চাঁন রাত পর্যন্ত চলবে।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7