কুবাবানী ঈদকে সামনে রেখে হঠাৎ করে বেড়ে যাওয়া পেঁয়াজের দাম কমেছে কেজি প্রতি প্রায় ১৩ টাকা। সোমবার চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজার ও নিউ মার্কেট ঘুরে এ চিত্র দেখা যায়। বাজারে পেয়াজের সরবারাহ রয়েছে পর্যাপ্ত, ক্রেতাদের হাকডাক দিয়েই পেঁয়াজের দাম কমার বিষয়টি জানান দিচ্ছেন ব্যবসায়ীরা। চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজারের রাস্তার দুই ধারে পেয়াজ রসুন,আদাসহ বিভিন্ন মসলা বিক্রির পসরা সাজিয়ে বসেন দোকানিরা। সাধারন খুব সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এখানে বেচাকেনা। সোমবার সেখানে গিয়ে দেখা যায়‘ বিক্রেতারা হাকডাক দিচ্ছেন, পেয়াজ নেন, ১০০ টাকায় এক পাল্লা (৫ কেজি)। পেয়াজ বিক্রেতা তৌফিকুল ইসলাম জানান, ‘ বাজারে অনেক পেয়াজের আমদানী হয়েছে, কেনার মানুষই কম, গত সম্পাহে এক পাল্লা ১৬০-১৮০ টাকা ছিলে, সেটা আজ বিক্রি করছি ১০০ টাকায়। কেজিতে মান ভেদে ১৩ টাকা থেকে ১৫ টাকা কমেছে পেয়াজের দাম।
এছাড়াও দেশি রসুন বিক্রি হচ্ছে ৫০টাকা কেজি, আদা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা কেজিতে। এছাড়াও অন্য এলাচ,দারচিনিসহ গরম মসলার দামে দামের খুববেশি হেরফের নেই আগের তুলনায়।
বাজার করতে আসা তাহমিদুর রহমান ও গোলাম মোস্তফা নামে দুজন জানান, পেয়াজের দামটা কমায় স্বস্তি এসেছে, অন্য মসলার দামও স্বাভাবিকই আছে।
এছাড়াও দেশি রসুন বিক্রি হচ্ছে ৫০টাকা কেজি, আদা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা কেজিতে। এছাড়াও অন্য এলাচ,দারচিনিসহ গরম মসলার দামে দামের খুববেশি হেরফের নেই আগের তুলনায়।
বাজার করতে আসা তাহমিদুর রহমান ও গোলাম মোস্তফা নামে দুজন জানান, পেয়াজের দামটা কমায় স্বস্তি এসেছে, অন্য মসলার দামও স্বাভাবিকই আছে।