মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আযাহা বুধবার। চাঁপাইনবাবগঞ্জে ঈদের নামাজ অনুষ্ঠানের প্রস্তুতি শেষ করেছে বিভিন্ন ঈদগাহ কমিটি। ফকিরপাড়া নিমতলা কেন্দ্রীয় ঈদগাহে এবার ঈদের নামাজের জামাত হবে দুটি। সকাল পৌনে আটটায় অনুষ্ঠিত হবে ঈদের প্রথম জামাত, আর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে ২য় টি।
এদিকে মঙ্গলবার সকালে ঈদগাহের সর্বশেষ প্রস্তুতি বিষয়টি দেখতে কেন্দ্রীয় ঈদগাহে যান জেলা প্রশাসক এ জেএড এম নুরুল হক।
এদিকে এবারের ঈদে অধিকাংশ রাজনীতিবিদই নিজ এলাকায় ঈদ পালন করবেন। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ কৃষ্ণগোবিন্দপুর মিয়াপাড়া ঈদগাহ, কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ তার নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করবেন।
এছাড়া, জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মঈনুদ্দিন মন্ডল ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম শহরের নিমতলা কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লীদের সাথে নামাজ আদায় করবেন।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাঃ গোলাম রাব্বানী শিবগঞ্জ উপজেলার কানসাটের পুকুরিয়া-সানবন্ধা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শামীল উদ্দিন আহমেদ শিমুল তাঁর গ্রামের বাড়ি শিবগঞ্জের মনাকষায় ও ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন তার গ্রামের বাড়ী ছত্রাজতিপুর ঈদগাহে, সাবেক সংসদ ও জেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান মিঞা শিবগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন।
অপরদিকে, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুহাঃ গোলাম মোস্তফা বিশ্বাস রহনপুর ইউসুফ আলী কলেজ মাঠে, আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য মু. জিয়াউর রহমান রহনপুর বাজার কেন্দ্রীয় ঈদগাহে, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের তার নিজ এলাকার খান্দুরা ঈদগাহে নামাজ আদায় করবেন।