চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে সভা


চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে হাসপাতাল সম্মেলন কক্ষে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় সনাক চাঁপাইনবাবগঞ্জ এ সভার আয়োজন করে। সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হাসপাতাল তত্তাবধায়ক ও সিভিল সার্জন খাইরুল আতাতুর্ক। 
বক্তব্য দেন টিআইবি’র এরিয়া ম্যানেজার শফিকুল ইসলাম,সনাক সহসভাপতি গোলাম ফারুক মিথুন,সদস্য সেলিনা বেগম,হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাদিম সরকার, গাইনি বিশেষজ্ঞ সোমা রোজি পারভিন প্রমুখ। বক্তরা হাসপাতালের স্বাস্থ্যসেবার বর্তমান হাল, সবল ও দূর্বল দিক তুলে ধরেন।
সিভিল সার্জন তাঁর বক্তব্যে হাসপাতালের সেবার মানোন্নয়নে সকল পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন। তিনি বলেন, এ লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। হাসপাতালের নতুন ভবন চালু হলে সেবার মান বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন। এ ছাড়া যে কোন সেবাগ্রহীতার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।        




কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7