চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধি,সরকারি দপ্তরের প্রধান, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিশিষ্টজনদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময়ের আয়োজন করে সদর উপজেলা প্রশাসন।
মতনিবিময় সভায় উপস্থিত ছিলেন, সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা ড. জাহাঙ্গীর ফিরোজ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা খাতুন প্রমুখ।
এসময় বাল্য বিয়ে রোধ, শিক্ষার মান উন্নয়ন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সমস্যা ও সম্ভাবনার কথা উঠে আসে। এসব বিষয়ে সকলের সহযোগিতা নিয়ে কর্মপন্থা নির্ধারণ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার সার্বিক উন্নয়নের কথা বলেন নবাগত জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি।