কুরবানীর পশু জবাইয়ের ১৩২ টি স্থান নির্ধারন করেছে পৌরসভা

কুরবানীর পশু জবাইয়ের ১৩২ টি স্থান নির্ধারন করেছে পৌরসভা। ওয়ার্ড ভিত্তিক এই সব নির্ধারিত স্থানে পশু জবাইয়ের জন্য গত কদিন থেকে নাগরিকদের সচেতন করার কাজটি করেছে পৌর কতৃপক্ষ।
দেখে নিন আপনার ওয়ার্ডে কোন কোন স্থান কুরবানীর পশু জবাইয়ের জন্য নির্ধারণ করে দিয়েছে পৌরসভা।
১ নং ওয়ার্ডে ২২ টি স্থান নির্ধারন করা হয়েছে। সেগুলো হলো, নয়াগোলা হাট, মহাডাঙ্গা স্কুল সাতনইল দক্ষিনপাড়া, মমিমন পাড়া, নয়াগোলা, নয়াগোলা ঘাটপাড়া, সাতনইল উত্তর পাড়া (দুটি)মহাডাঙ্গায় ৫টি ,বিদিরপুরে দুটি,মিল্কি,রেলবাগান,কণ্যানপুর, সাতনইল দক্ষিন পাড়ায় দুটি,গাইন পাড়া, ফকল্যান্ড মোড়, বিদিরপুর শিলার মন্ডলের আম বাগান।
২ নং ওয়ার্ডে ৬টি স্থান নির্ধারন করা হয়েছে, সেগুলো ,  ফকির পাড়া গোরস্থানের পাশ্বে, পানির ট্যাংকির মাঠে, সবুজ সংঘ মাঠ, পাঠানপাড়া, বিডিআর বাজার, বাক্কারের চায়ের দোকানের পিছনে,শান্তিবাগ সার্কিট হাউসের পার্শ্বে, স্টেডিয়ামের পিছনে,পাঠানপাড়া ফুড অফিস মোড়, মহানন্দা সংগীত নিকেতনের পাশ্বে।
৩ নং ওয়ার্ডে  ১৫টি স্থান নির্ধারণ করা হয়েছে, সেগুলো আলীনগর মসজিদ সংলগ্ন মাঠ, আলী নগর ডালিম বাড়িয়া ইকবাল হাজীর বাড়ির পাশ্বের বাগান,গনকা ঈদ এর পাশের বাগান, গনকা এনামুল হকের বাগানে,গনকা দবু মিয়ার বাগান,গনকা বাগানপাড়া মজিবুর হাজির বাড়ির পাশ্বে জমসেদের বাগান, শেয়ালা ভুলু মিয়ার বাগান,গাবতলা গুনা মেম্বারের বাগান, গাবতলা খোকার বাড়ির পাশের বাগান,শেয়ালা উত্তরপাড়া জামে মসজিদের পাশে, স্বরুপনগর ডাক বাংলোর পিছনের বাগানে, স্বরুপনগর সিসিডিবি গেটের সামনে ফাঁকা জায়গায়, বেলে পুকুর সামাদ মিয়ার বাগানের পাশের বাগানে, কলোনী ঈদগাহের পাশে।

৪ নং ওয়ার্ডে ৭টি স্থান নির্ধারণ করা হয়েছে, সেগুলো বোর্ডঘর চত্বর, দ্বারিয়াপুর তাঁতিপাড়া, দ্বারিয়াপুর মহাজন পাড়া, দ্বারিয়াপুর হাতা পাড়া, দ্বারিয়াপুর ঈদগাহ পাড়া,দ্বারিয়াপুর নতুন পাড়া ফুলের বাড়ির পাশ্বে, দ্বারিয়াপুর চৌহদ্দীটোলা বাগান।
৫ নং ওয়ার্ডে পশু কুরবানীর জন্য নির্ধারন করা হয়েছে ৯টি স্থান। হরিপুর সাহাপাড়া, দূগাপুর মাদ্রাসা মাঠ,রউফ মিয়ার বাগান,হরিপুর ঈদগাহ বাগান, উপর রাজারামপুর প্রাইমারী স্কুল সংলগ্ন বাগান,সরকার পাড়া বাগান,চাঁইপাড়া পাশের বাগান,নিমগাচী জেসামিয়া মাদ্রাসা বাগান, হরিপুর ডিবটি বাগান।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7