শিবগঞ্জের পুখুরিয়া বাজার জামে মসজিদের উন্নয়ন কাজের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুখুরিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে এলজিইডির বাস্তবায়নে ১০ লাখ টাকা ব্যয়ে মসজিদ উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাঃ গোলাম রাব্বানী। 
এসময় এমপি গোলাম রাব্বানী বলেন, বর্তমান সরকার সকল ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে জামে মসজিদের উন্নয়ন কাজের উদ্বোধন করা হলো। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী একাদশ জাতীয় নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভেদাভেদ ভুলে নৌকায় ভোট দেয়ার আহবান জানান তিনি।
এতে উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি'র অফিসের কার্যসহকারী নুরুল ইসলাম, শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক মামুন অর রশিদ, কানসাট সোলেমান ডিগ্রি কলেজের প্রভাষক রবিউল ইসলাম, শ্যামপুর হাজী মমতাজ উদ্দিন ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ গোলাম মোস্তফা, কানসাট ফাজিল মাদ্রাসার অধ্যাপক আলহাজ্ব মোহসিন আলী, শাহবাজপুর সোনামসজিদ ডিগ্রি কলেজের প্রভাষক তসির আলী, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, তৈমুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা। পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন অত্র জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ শামীম। 

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7