বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে বিজ্ঞান শিক্ষা উপকরণ প্রদান

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে বিজ্ঞান শিক্ষা উপকরন প্রদান করা হয়েছে। সোমবার হরিমোহন সরকারি উচচ বিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে উপকরণ তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছে উপকরন তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ। এসময় তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থান আধুনিকায়নে কাজ করে যাচ্ছে।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তৌফিকুল ইসলাম, হরিপুর ১নং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল , চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, আজাইপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম প্রমুখ। 

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7