শিবগঞ্জে পাগলা নদীর উপর ব্রীজ নির্মাণের স্থান পরিদর্শন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের বহালাবাড়ি ফেরিঘাটে পাগলা নদীর উপর ব্রীজ নির্মাণের স্থান পরিদর্শন করেছে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের একটি প্রতিনিধি দল। শুক্রবার বিকেলে সরজমিনে এসে প্রতিনিধি দলটি ব্রীজ নির্মাণের স্থান পরিদর্শন করেন। ব্রীজের প্রস্তাবিত দৈর্ঘ্য ধরা হয়েছে দেড়শ মিটার ও প্রস্থ ৭.৩২ মিটার। পরিদর্শনকালে প্রতিনিধি দলেন মধ্যে রয়েছেন পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও মডেলার আবদুর রহমান, বেসরকারি ফাউন্ডেশনের পরিচালক জাকারিয়া হোসেন, হাইড্রোমরলজি ইঞ্জিনিয়ার মহির উদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য ও বুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহ্তাব উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মনজুর রশিদ, জুনিয়র ইঞ্জিনিয়ার জুনাইদ আহমেদ, সার্ভেয়ার সফিকুল ইসলামসহ অন্যরা। প্রতিনিধি দলটি জানিয়েছেন- শীঘ্রই ব্রীজটির নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে। ব্রীজটি নির্মাণ হলে দুলর্ভপুর-দ্বারিয়াপুর উপজেলা সড়কের সাথে চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ মহাসড়কের সঙ্গে সংযোগ হবে। ফলে ব্রীজটির দক্ষিণ পার্শ্বের তিনটি ইউনিয়নের বিস্তৃন চরাঞ্চলের মানুষের উপজেলা তথা জেলা সদরের সাথে যোগাযোগ সহজ হবে। এলাকার জনসাধারণ নির্বিঘেœ চলাচল করতে পারবে। এছাড়া আমসহ কৃষি পণ্য সহজে বাজারজাত করতে পারবে। ব্রীজটি নির্মাণ হলে এলাকার মানুষের যথেষ্ট উপকৃত হবে এবং আর্থসামাজিক গতিশীলতা ফিরে আসবে। এদিকে এলাকাবাসী বলেন- ব্রীজটির নিমার্ণের প্রথম উদ্যোগে নিয়েছেন ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন। তাঁর একান্ত প্রচেষ্টায় আমরা ব্রীজটি পেতে যাচ্ছি।  

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7