চাঁপাইনবাবগঞ্জে নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি পদে রাজশাহী স্টোরের মুখলেসুর রহমান ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শাড়ী সেন্টারের আশরাফুল হোসেন (রুনু মিয়া) নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে চায়না সু প্যালেস এর মিজানুর রহমান মিজান, সহ-সম্পাদক পদে রাজ ক্লথ স্টোরের আবুল কালাম খাঁন, কোষাধ্যক্ষ পদে মেসার্স আভা ক্লথ স্টোরের মোঃ আবদুল মতিন, নির্বাহী সদস্য পদে সুমন বস্ত্রালয়ের সুমন আলী, আইডিয়াল টেইলার্সের তাইজুল ইসলাম, আভা গিফট্ হাউসের মিজানুর রহমান, হুমা লেডিস টেইলার্সের শাহিন আলী,ডিলা∙ টেইলার্সের মাহফুজুর রহমান আজম, ফাহিম সুতা ঘরের অহিদুল ইসলাম ও লেগ টাচ্ সু হাউসের দুলহান উদ্দীন দুলাল নির্বাচিত হয়েছেন।
Home
chapainawabganj news
আজকে সারাদিনে
বিশেষ প্রতিবেদন
সংগঠন সংবাদ
নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি মুখলেসুর সম্পাদক রুনু মিয়া
বিজ্ঞাপন
src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347"
crossorigin="anonymous">