চাঁপাইনবাবগঞ্জে জেএমবির তিন সক্রিয় সদস্য আটক

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ঘিওন গ্রামের একটি পরিত্যাক্ত ঘরে শনিবার রাতে অভিযান চালিয়ে জেহাদী বইসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। র‌্যাবের দাবি আটককৃতরা জেএমবির সক্রিয় সদস্য ও তারা সেখানে গোপন বেঠক করছিল। রবিবার র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের মৃত জাহের উদ্দিন মন্ডলের ছেলে
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোঃ নজরুল @ নজু মেকার (৫০), মোঃ ফজলুর রহমানের ছেলে মোঃ আবু বক্কর @ বাক্কার (৩৮), ও মোঃ গোলাম রব্বানীর ছেলে মোঃ সেলিম রেজা @ হযরত আলী (২৭)।
র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের জানান, নাচোল উপজেলার ঘিওন এলাকার একটি কুড়েঘরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি সদস্যরা বৈঠক করছে এমন খবরে সেখানে শনিবার রাত প্রায় ১১ টা ৫০ মিনিটে সেখানে অভিযান চালানো হয় ও আটক হয় তিন জেএমবি’র সদস্য। তিনি আরো জানান, আটককৃরা গোপনে সংগঠনের সদস্য সংগ্রহ, করে আসছিল।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7