চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে বৃক্ষ মেলা

“অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলে পুষ্টি দেবে নতুন মাত্রা” এ প্রতিপাদ্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জে সোমবার থেকে শরু হয়েছে ৭ দিনের বৃক্ষ মেলা। চাঁপাইনবাবগঞ্জ শহরের কালেক্টরেট শিশু পার্কে এ মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগ।
সোমবার বিকালে মেলার উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, আঞ্চলিক উদ্যানতত্ব গবেষণা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সামসুল আলম, সামাজিক বন বিভাগের সহকারি বন কর্মকর্তা হরিপদ প্রামানিক,  জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহা. শামস-ই-তাবরিজ,মনামিনা কৃষি খামারের স্বত্বাধিকারী মো. মতিউর রহমান, কৃষক প্রতিনিধি মো. শাহজাহান আলী।
অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও আগত দর্শনার্থীদের সাথে কথা বলেন, মেলায় ২৪টি স্টলে ফলদ, বনজ, ঔষধী, বিভিন্ন প্রকার চারা ও গাছ লাগানোর বিভিন্ন বিষয় সম্পর্কে জানানো হচ্ছে।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7