শিবগঞ্জে গৃহবধূ নিখোঁজ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর এলাকার আহসান আলীর স্ত্রী উষা খাতুন (২১) নামে এক গৃহবধূ গত শুক্রবার থেকে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় শনিবার শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে (জিডি নম্বর-৩২৫, তারিখ: ৭ জুলাই ২০১৮)। উষা খাতুন টাঙ্গাইলের কলোটিয়া বাইপাস উত্তরপাড়ার মৃত নাজু মিয়ার মেয়ে।
জিডি সূত্রে জানা যায়, ২০১৬ সালের মে মাসে উষা খাতুনের সঙ্গে বিয়ে হয় শিবগঞ্জের দুর্লভপুরের আসমত আলীর ছেলে আহসান আলীর। তাঁদের সংসারে ছয় মাস বয়সের একটি সন্তান রয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ওষুধ কেনার জন্য বাড়ি থেকে বের হয় উষা খাতুন। অনেক খোঁজার পরেও না পেয়ে থানায় জিডি করেন আহসান আলী।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান বলেন, নিখোঁজের ঘটনায় থানায় আহসান আলী একটি জিডি করেছেন। গৃহবধূকে উদ্ধারের চেষ্টা চলছে।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7