চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলা শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রতিযোগিতায় পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ৩-২ গোলে রেহাইচার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে বঙ্গমাতা গোল্ডকাপ প্রতিযোগিতায় নিছুহাজিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে তাজকেরাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। দলের পক্ষে একমাত্র গোলটি করে রুমা খাতুন।
চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক তোফিকুল ইসলাম, সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা পরিমল কুন্ডু, নাসরিন খাতুন, নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল হক, পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকা বেগম, শংকরবাটী পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন, গনকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোহরা খাতুন প্রমূখ।
চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক তোফিকুল ইসলাম, সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা পরিমল কুন্ডু, নাসরিন খাতুন, নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল হক, পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকা বেগম, শংকরবাটী পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন, গনকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোহরা খাতুন প্রমূখ।