চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গায় ‘মোহাম্মদখানি সেচ প্রকল্পে’ অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশ করেছে এর সদস্যরা। রবিবার বিকালে বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বালিয়াডাঙ্গা ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম।
‘মোহাম্মদখানি সেচ প্রকল্পে’র সদস্য মো. গোলাম রাব্বানীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান টিটু, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন। এসময় সমিতির অন্যান্য সদস্যবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
ঊক্তরা সমিতির বিভিন্ন আর্থিক অনিয়ম তুলে ধরে, আগামী ১০ দিনের মধ্যে সমিতির আয় ব্যায়ের হিসাব জমা দিতে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাকের প্রতি আহ্বান জানান। আর প্রকাশ না করা হলে, আবারো আন্দোলনের কর্মসূচী দেয়া হবে বলে সমাবেশ থেকে ঘোষনা দেয়া হয়।
‘মোহাম্মদখানি সেচ প্রকল্পে’র সদস্য মো. গোলাম রাব্বানীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান টিটু, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন। এসময় সমিতির অন্যান্য সদস্যবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
ঊক্তরা সমিতির বিভিন্ন আর্থিক অনিয়ম তুলে ধরে, আগামী ১০ দিনের মধ্যে সমিতির আয় ব্যায়ের হিসাব জমা দিতে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাকের প্রতি আহ্বান জানান। আর প্রকাশ না করা হলে, আবারো আন্দোলনের কর্মসূচী দেয়া হবে বলে সমাবেশ থেকে ঘোষনা দেয়া হয়।