দুই বাসের মুখোমুখি সংঘর্ষ : আহত ২০

চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও নিয়ামতপুরের সীমান্তবর্তী ভেরেন্ডী বাজার এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুই বাসের ২০ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ১০ জন গুরতর আহত বলে জানিয়েছে পুলিশ।
আহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পালশা গ্রামের মুরশেদ আলম(৪০), হুজরাপুর গ্রামের বাদশা(৩৭),নাখরাজ পাড়ার খুবাইদ(৩০),নাচোল উপজেরার জগদইল গ্রামের মনোয়ারা(৬০), নাজমা (৪২), শীলা (১২),ঝিকড়া গ্রামের অজেদ আলী (৪৫),শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামের নাহিদ(২৫), রহনপুর বাজার এলাকার শফিকুল ইসলাম (৪৫),রাজশাহী কাজিহাট্ট্রা এলাকার মনিরুল ইসলাম(৬৬), উপশহর এলাকার কামরুজ্জামান রানা(৫০), সাপাহার উপজেলার মাষ্টার পাড়ার মইদুল ইসলাম(৪৮), ফারহানা(৪০), সুলতানা(২০), সাবানা আক্তার (২০) ও পোরশা উপজেলার শীশা গ্রামের
সুফিয়া (৪৫)সহ কয়েকজন ।
নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহম্মদ জানান, নাচোল আড্ডা সড়কের নাচোল নিয়ামতপুর সীমান্ত এলাকার ভেরেন্ডী বাজার সংলগ্ন বাঘার সাকো নামক স্থানে বিআরটিসি বাসের সাথে আন্ত উপজেলা রুটে চলাচল করা বাসের মুখোমুখি সংঘঘে অন্তত ২০জন আহত হয়েছে। খবর পেয়ে নাচোল থানা পুলিশ ও গোমস্তাপুর থেকে আসা ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কার পরিচালনা করে।
গুরুতর আহত ১০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7