চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ মহল্লার বাসিন্দা শেখ সোবরাতির ছেলে আনোয়ার হোসেন ওরফে লালু (৫৪) বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার আসর নামাজের পর শহরের নিমতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে ফকিরপাড়া কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জেলা যুবলীগ ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি একসময়ের জনপ্রিয় ফুটবলার ছিলেন। তাঁর মৃত্যুতে জেলা যুবলীগ ও পৌর আওয়ামী লীগ শোক প্রকাশ করেছে।
বিজ্ঞাপন
src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347"
crossorigin="anonymous">