দীর্ঘ ১৪ বছর পর শনিবার অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা যুবলীগের সম্মেলন। সকালে সম্মেলনের উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি মাসিদুর রহমান। সম্মেলনের প্রথম পর্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা যুবলীগের বিদায়ী কমিটির সভাপতি শ্রী সুবাস পান্ডের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আব্দুস সাত্তার মাসুদ,রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, রাজশাহী মহানগরের সভাপতি রমজান আলী।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক,সদর উপজেলা যুবলীগের বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রুহুল আমিন, পৌর আওয়ামীলীগের সভাপতি শরিফুল আলম।
সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী ৬ নেতা থাকায় পরে সম্মেলনের দ্বিতীয় অবিবেশনে ভোট গ্রহন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি হতে চান, আসাফুদৌল্লা, তোসিকুল ইসলাম ও আব্দুল মতিন। অন্যদিকে সাধারণ সম্পাদক হিসাবে আগামী দিনে দায়িত্ব পালন করতে চান, সাবেক ছাত্রনেতা দানেস আলী, মনিরুজ্জান টিয়া ও লেলিন প্রামানিক।
Home
আজকে সারাদিনে
বিশেষ প্রতিবেদন
দীর্ঘ ১৪ বছর পর অনুষ্ঠিত হলো চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা যুবলীগের সম্মেলন _ শীর্ষ দুই পদ প্রত্যাশী ৬ নেতা
বিজ্ঞাপন
src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347"
crossorigin="anonymous">