সদর উপজেলা যুবলীগে নতুন নেতৃত্ব > সভাপতি দৌলা, সাধারণ সম্পাদক লেলিন



দীর্ঘ ১৪ বছর পর শনিবার অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা যুবলীগের সম্মেলন। সম্মেলনে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন আসাফুদৌল্লা, তিনি পেয়েছেন ১৪৬ ভোট। অপর দিকে সাধারণ সম্পাদক পদে ১১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন লেলিন প্রামানিক।
এর আগে বেলা ১১টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি মাসিদুর রহমান। সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।  জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা যুবলীগের বিদায়ী কমিটির সভাপতি শ্রী সুবাস পা-ের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আব্দুস সাত্তার মাসুদ, কেন্দ্রীয় সদস্য আমির উদ্দীন, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, রাজশাহী মহানগরের সভাপতি রমজান আলী। প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক।

এছাড়াও বক্তব্য দেন, সদর উপজেলা যুবলীগের বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল আলম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম।
সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী ৬ নেতা থাকায় সম্মেলনের দ্বিতীয় অবিবেশনে ভোট গ্রহণ করা হয়।  ভোটগ্রহণ শেষে বেলা সাড়ে ৩টার দিকে নির্বাচিতদের নাম ঘোষণা করেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আব্দুস সাত্তার মাসুদ। ঘোষিত ফলাফলে, সভাপতি পদের নিকটতম অন্য দুইজন আব্দুল মতিন ৫৮ ভোট ও তোসিকুল ইসলাম পেয়েছেন ৩৮ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদের নিকটতম অন্য দুই প্রার্থী দানেস আলী ৭৬ ভোট ও মনিরুজ্জান টিয়া পেয়েছেন ৫৬ ভোট।
নির্বাচনে ২৪৪ জন কাউন্সিলর তাদের ভোট প্রদান করেন, গণনার সময় দুটি ভোট বাতিল বলে ঘোষণা করেন নির্বাচনী বোর্ড।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক জানান, সম্মেলনের মাধ্যমে নির্বাচিতরা জেলা নেতৃবৃন্দের সাথে আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজটি এগিয়ে নিবেন।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7