দুর্নীতি বিরোধী দিবসে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও আলোচনসভা

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এবারে দিবসটির প্রতিপাদ্য ছিল, “সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ”।
জেলা প্রশাসন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সনাকের যৌথ উদ্যোগে সকালে নবাবগঞ্জ সরকারি কলেজে মানববন্ধন শেষে শহীদ মিনারের পাশে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে চাঁপাইনবাবগঞ্জের সচেতন নাগরিক কমিটি সনাক সদস্য এ্যাড. সাইফুল ইসলাম রেজার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক মাহমুদুল হাসান।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহবুব আলম খান, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ এ, কে, এম মনজুর রেজা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. মোঃ সিরাজ উদ্দিন প্রমুখ। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান বক্তারা।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7