চাঁপাইনবাবগঞ্জে সিপাহী জনতা অভ্যুথান দিবস পালন

চাঁপাইনবাবগঞ্জে ৭ নভেম্বর সিপাহী জনতা অভ্যুথান দিবস পালন করেছে জাসদ ছাত্রলীগ ও কর্নেল তাহের সংসদ।
মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলায় জেলা জাসদের অস্থায়ী কার্যালয়ে কর্নেল তাহের সংসদ আলোচনা সভার আয়োজন করে। কর্নেল তাহের সংসদের চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি নিয়ামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, জাসদের কেন্দীয় কমিটির সদস্য মনিরুজ্জামান মনির, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ রুনু, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আযহারুল ইসলাম পিন্টু, জেলা যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, কর্নেল তাহের সংসদের সাধারণ সম্পাদক আবু হেনা বাবল প্রমুখ।
অন্যদিকে বেলা ১১ টায় দিবসটি পালনের অংশ হিসাবে মিছিল ও পথসভা করেছে জাসদ ছাত্রলীগকর্মীরা। চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনিস্টিউট থেকে মিছিলটি শুরু হয়ে মহানন্দা ব্রীজ সংলগ্ন স্বাধীনতা স্মৃতিস্তম্বে পথসভা করে। পথসভায় বক্তব্য দেন থানা ছাত্রলীগের সভাপতি তোসিকুল রেজা তনু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন, ছাত্রলীগ নেতা তারেক রহমান,ইসারুল ইসলাম, রুবেল হোসেন, আকাশ আহম্মেদ প্রমুখ।

About chapainews

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7