চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রানিহাটি এলাকায় বালুবাহী ট্রাক্টরের চাপায় আব্দুল লতিফ (৩৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে এ দূর্ঘটনা ঘটে।
ভ্যানচালক আব্দুল লতিফ শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের রানিবাড়ী চাঁদপুর গ্রামের লাল মোহাম্মদের ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, উপজেলার রানীহাটি এলাকায় বালুবাহী ট্রাক্টর লাকড়ি নিয়ে যাওয়া ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালক মারা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।