মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে এ মাস্টার প্ল্যান প্রণয়নে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে মাস্টার প্ল্যান প্রনয়নের দ্বায়িত্বে থাকা প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্টস (ডিডিস)র টিম লিডার ড. মসসিন উদ্দীন আহমেদ পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।
এ মাস্টার প্ল্যানের মধ্যে থাকা প্রস্তাবনার মধ্যে রয়েছে হাই-টেক ডিজিটার সিটি, শিশু পার্ক, প্রশস্ত রাস্তা, কার্যকর বজ্য ব্যবস্থাপনা, বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা, পৌরসভার সীমানা সম্প্রসারণ, নদী ও খাল দখলমুক্ত করা, কৃষি ও প্রযুক্তি শিল্প স্থাপন, আম উৎপাদন ও বৃদ্ধি ও রক্ষনাবেক্ষন নিশ্চিত করা, হস্তশিল্পের উন্নতি করণ,আধুনিক বাজার ব্যবস্থাপনাসহ ১৮ টি সুপারিশ।
পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান। এই সময় তিনি নাগরিকদের বিনোদনের জন্য সিটিসেন্টার গড়ে তোলার প্রস্তবনা দেন, সেই সাথে বজ্য বাবস্থাপনায় রিসাইকেলিং সিস্টেম চালু করাও কথা উল্লেখ করেন। তিনি বলেন, বেদখলে থাকা সরকারি জমি উদ্ধারে উদ্যোগ নেয়া হচ্ছে, পৌরসভাকেও এ বিষয়ে প্রয়োজনীয় সকল সহযোগিতা দেয়া হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ ওয়ারেছ আলী মিয়া, নির্বাহী প্রকৌশলী মোঃ সাদেকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান হানু মিয়া ।
এর আগে উন্মুক্ত্ আলোচনায় বক্তব্য রাখেন, শিক্ষাবিদ আব্দুল হান্নান, সমাজসেবক শফিকুল আলম ভোতা, কাউন্সিলর মতিউর রহমান মটন মিয়া, আব্দুল বারেক, শিক্ষক আসলাম কবির, সাবেক কাউন্সিলর শরিফা খাতুন বেবী সহ অনেকে।