আম্রকাননে নবান্ন উৎসব

চাঁপাইনবাবগঞ্জের গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের সামনে আম্রকাননে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের পর থেকেই এ উৎসবকে ঘিরে শহুরে মানুষের মাঝে ছড়িয়ে পড়ে আনন্দ। উৎসবে ছিল শিশু কিশোর, শিক্ষক অভিভাবক সকলের অংশ গ্রহনে ছিল গ্রামীন খেলার আয়োজন। 
বিস্কুট দৌড়, হাঁড়িভাঙ্গা, যেমন খুশি তেমন সাজো, মোরগ লড়াই চেয়ার খেলা উপস্থিত সবাই উপভোগ করেছে। 
নবান্ন উৎসবে পিঠা থাকবে না, তা কি হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা মহিলা সংস্থা, সমতা নারী উন্নয়ন সংস্থা ও কল্যানী মহিলা সংসদের সদস্যরা সযতেœ বানিয়ে এনেছিলেন বাহারী সব পিঠা। 
অন্যদিকে পিঠা খেতে খেতে যদি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পুথি শোনা যেত, সেটিও যেন পূরণ হয়েছে রেডিও মহানন্দার কথাবন্ধু গম্ভীরার নানা মাহবুব আলমের অনবদ্য পুথি পাঠে। যেন সবাই মন্ত্রমুগ্ধের মত তার পুথির প্রতিটি লাইন শুনেছেন। ছিল সরকারি শিশু পরিবারের শিল্পীদের নৃত্য ও  মহানন্দা মহানন্দা সংগীত নিকেতন শিল্পীদের দলীয় সংগীত পরিবেশনা। 
সন্ধ্যায় পুরস্কার বিতরন অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় নবান্ন উৎসব। বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ হোসেন খান। 
এ সময় উপস্থিত ছিলেন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক তৌহিদুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম, জেলা তথ্য কর্মকর্তা ওহিদুজ্জামান, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমদ, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ইয়াসমিন সুলতানা রুমাসহ অন্যান্যরা। 


About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7