রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ীর হাতনাবাদ এলাকায় ট্রাক ও
ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে ভুটভুটির যাত্রী স্বামী-স্ত্রী
নিহত হয়েছেন। এ
ঘটনায় গুরুতর আহত হয়েছে
তাদের দুই মেয়ে।
নিহতরা হলেনÑ রাজশাহীর গোদাগাড়ী
উপজেলার নারায়ণপুর এলাকার মোজাম্মেল হকের
ছেলে আবদুল করিম ও
তার স্ত্রী শারমিন আকতার।
গোদাগাড়ী
থানার ওসি হিফজুর আলম
মুন্সি জানান, বুধবার দুপুর
২টার দিকে একটি ট্রাক
রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। হাতনাবাদ
এলাকায় বিপরীতমুখী একটি ভুটভুটিকে চাপা
দিলে ঘটনাস্থলেই আবদুল করিমের মৃত্যু
হয়। পরে
স্থানীয়রা আতদের উদ্ধার করে
চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে
নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক
শারমিন আকতারকে মৃত ঘোষণা করেন। তাদের
১০ বছরের কন্যাশিশু অন্তরাকে
হাসপাতালে এবং অপর মেয়েকে
স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহতের স্বজনরা জানান, তারা চাঁপাইনবাবগঞ্জ
সদর উপজেলার ইসলামপুর এলাকার আত্মীয়ের বাড়ি
থেকে বিয়ে খেয়ে বাড়ি
ফিরছিলেন।