চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৬টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড গুলিসহ মজনু মিয়া (৫৫) নামে একজনকে আটক করেছে ৫৯ বিজিবির সদস্যরা। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে মজনু মিয়ার বাড়ি তল্লাসী করে অস্ত্র গুলি ছাড়াও একটি রামদা উদ্ধার করা হয়।
আটক মজনু মিয়া শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামুচকপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদরে অবস্থিত ৫৯ বিজিবির সদর দপ্তরে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে প্রেসব্রিফিং এ তথ্য জানানো হয়।
৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল রাশেদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবি’র চকপাড়া বিওপি’র একটি দল রবিবার দিবাগত রাত প্রায় দেড়টার সময় শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া গ্রামের মজনু মিয়ার বাড়ীর শয়ন কক্ষের খাটের নীচ থেকে ব্যাগে থাকা অস্ত্রসহ তাকে আটক করা হয়। তিনি বলেন অস্ত্রগুলো ভারত থেকে নিয়ে আসা হয়েছে, তবে এর গন্তব্য কোথায় ছিল এটি সম্পর্কে কিছু জানতে পারেনি। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আটক মজনু মিয়া শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামুচকপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদরে অবস্থিত ৫৯ বিজিবির সদর দপ্তরে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে প্রেসব্রিফিং এ তথ্য জানানো হয়।
৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল রাশেদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবি’র চকপাড়া বিওপি’র একটি দল রবিবার দিবাগত রাত প্রায় দেড়টার সময় শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া গ্রামের মজনু মিয়ার বাড়ীর শয়ন কক্ষের খাটের নীচ থেকে ব্যাগে থাকা অস্ত্রসহ তাকে আটক করা হয়। তিনি বলেন অস্ত্রগুলো ভারত থেকে নিয়ে আসা হয়েছে, তবে এর গন্তব্য কোথায় ছিল এটি সম্পর্কে কিছু জানতে পারেনি। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।