অনুসারীদের সাথে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রামিম হোসেন বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে যোগ দিচ্ছেন আওয়ামীছাত্রলীগে। চাঁপাইনবাবগঞ্জ কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ যোগদান অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ উপস্থিত থাকবেন বলে সূত্রটি জানিয়েছে।
রামিম হোসেন জানান, জাসদ ছাত্রলীগ থেকে পদত্যাগী ১৬ নেতা ছাড়াও কয়েকশ নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে তার নেতৃত্বে আওয়ামী ছাত্রলীগে যোগ দিবে।
উল্লেখ্য, জেলা জাসদ সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে সম্প্রতি দলীয় সভায় রামিম হোসেনকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে স্থানী বহিস্কারের আবেদন জানিয়ে কেন্দ্রে শুপারিশ পাঠানো হয়। ওই সুপারিশের পেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রলীগ তাকে বহিস্কার করে। পরে তার বহিস্কারের প্রতিবাদে জাসদ ছাত্রলীগের আরো ১৬ নেতাকর্মী পদত্যাগ করে। ওই পদত্যাগী নেতারা বৃহস্পতিবার যোগ দিচ্ছে আওয়ামীছাত্রলীগে।