চাঁপাইনবাবগঞ্জে শেষ হয়েছে ৫ দিনের স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স


শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং কার্যক্রম সমন্বায়কের দ্বায়িত্বে থাকা,স্কাউট শিক্ষকদের দক্ষতা উন্নয়নে ৫ দিনের স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স শেষ হয়েছে। শনিবার বিকালে অনুষ্ঠিত হয়, দীক্ষা ও সনদ প্রদান অনুষ্ঠান।



সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন, কোর্স লিডার বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের উপ-কমিশনার খন্দকার শামসুদ্দীন আহমেদ,সহকারি কমিশনার নূরুল ইসলাম,জেলা স্কাউটস সাধারণ সম্পাদক গোলাম রশিদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস লিডার খসরু পারভেজ, মাহফুজ আহমেদ,ভোলাহাট উপজেলা স্কাউটস সম্পাদক রাকিবুল ইসলামসহ অনান্যরা।


কোর্সে স্কাউটস এর বিভিন্ন আইন-বিধিবিধান জানার পাশাপাশি, দূর্যোগকালীন ঝুকি মোকাবেলাসহ দেশের যে কোন প্রয়োজনে স্কাউট সদস্যদের করনীয় নিয়ে হাতে কলমে অংশগ্রহনকারী শিক্ষকদের শিক্ষা দেওয়া হয়। যাতে তারা বিদ্যালয়ে ফিরে গিয়ে, শিক্ষার্থীদের যথাযথ ভাবে শেখানে পারেন। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষক অংশ নেন।



গত মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের পরিচালনায় ও বাংলাদেশ স্কাউট চাঁপাইনবাবগঞ্জের ব্যবস্থাপনায় এ কোর্স শুরু হয়েছিলো। 



এতে কোর্স লিডারের দ্বায়িত্ব পালন করেন, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের উপ-কমিশনার খন্দকার শামসুদ্দীন আহমেদ। বিভিন্ন সেশন পরিচালনা করেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, রাজশাহী জেলা শিক্ষা কর্মকতা নাসির উদ্দীন, সহকারি কমিশনার নূরুল ইসলাম,জেলা স্কাউটস সাধারণ সম্পাদক গোলাম রশিদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস লিডার খসরু পারভেজ, মহানন্দা মুক্ত টিটিএল স্কাউট গ্রুপের,স্কাউট লিডার তৌফিকুল ইসলাম ভোলাহাট উপজেলা স্কাউটস সম্পাদক রাকিবুল ইসলাম, হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কাউট লিডার রিনা আখতার জাহান।  

 

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

0 Comments:

Post a Comment

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7