প্রেসবিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ও সার্বজনীন পূজা কমিটির সাবেক সভাপতি বাবুল কুমার ঘোষের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা, সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বৃহস্পতিবার(০৯.০২.২৩) তারিখ সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রীশ্রী রামসীতা মন্দিরে এক আলোচনাসভা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ নেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী, জেলা সাংগঠনিক সম্পাদক শ্রী মৃনাল কান্তি পাল, জেলা কমিটির সদস্য প্রবীর ঘোষ, বিশিষ্ট সমাজসেবক ছবি রানী সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী সঞ্জিব সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক শ্রী সমিত চট্টোপধ্যায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী তরুন সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পৌর শাখার সভাপতি শ্রী অপূর্ব সাহা, বারঘরিয়া চুনারিপাড়া মন্দিরের সাধারণ সমআপদক শ্রী চন্দর পাল, শ্রী সঞ্জিব চক্রবর্তী ও স্বচ্ছ ঘোষ । সভার শুরুতে গীতা পাঠ করেন শ্রী তরুন সাহা।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি শ্রী স্বপন কুমার ঘোষ।
আলোচনা সভা শেষে, প্রয়াত বাবুল কুমার ঘোষের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা এবং প্রসাদ বিতরণ করা হয়।
উল্লেখ্য, প্রয়াত বাবুল কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক সফল চেয়ারম্যান আব্দুল মান্নান সেন্টুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে চাঁপাইনবাবগঞ্জে অগ্রণী ভূমিকা পালন করেন এবং বেশ কয়েকবার কারাবরণও করেন। একসময় সাংবাদিকতা পেশার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ২০১৯ সালের ৯ ফেব্রুয়ারি ঢাকার মগবাজারে বেসরকারি হাসপাতাল রাসমনিতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
0 Comments:
Post a Comment