৬০ এর দশকে সাংবাদিকতা শুরু করা ডিএম তালেবুন নবী কর্মজীবনে দৈনিক বাংলা ও বাংলাদেশ টেলিভিশনে সুনামের সাথে কাজ করেছেন। সর্বশেষ তিনি দৈনিক জনকন্ঠে স্টাফ রিপোর্টার হিসাবে চাঁপাইনবাবগঞ্জের দ্বায়িত্ব পালন করে গেছেন। এছাড়াও তিনি চাঁপাই সংবাদ নামে একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন।
বুধবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে প্রথম নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। নামাজের পূর্বে সেখানে প্রয়াত সাংবাদিক তালেবুন নবীর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন, জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, সাবেক এমপি লতিফুর রহমান, আইনজীবী সোলাইমান বিশু, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা মন্টু, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিনসহ অনান্যরা।
পরে সকাল সাড়ে ১১টায় দারিয়াপুর গোরস্থানে দ্বিতীয় নামাজের জানাযা শেষে সেখানেই তাকে দাফন করা হয়।
এদিকে সাংবাদিক ডিএম তালেবুন নবীর মৃত্যুতে শোক জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবসহ জেলার সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
0 Comments:
Post a Comment