চাঁপাইনবাবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধে সংগঠিত হত্যাকান্ডের দুই আসামীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের মজিবুর রহমানের ছেলে মোহাম্মদ বাবু (৩০) ও মুকলেছুর রহমানের ছেলে জাইদুল ইসলাম (৩২)।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে সংবাদ সম্মেলন করে,এ গ্রেফতারের তথ্য জানানো হয়। র্যাব জানিয়েছে টাঙ্গাইল জেলার মধুপুর থানা বোয়ালী গ্রাম থেকে তাদের শুক্রবার রাত ১০টার দিকে গ্রেফতার করা হয়।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের কোম্পানী অধিনায়ক রুহ-ফি-তাহমিন তৌকির জানান,চাঁপাইনবাবগঞ্জের শাহজাহানপুরে
গত ৪ ডিসেম্বর জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে, চাচাতো ভাই মজিবুর রহমানসহ তার সহযোগীদের হাতে খুন হন বদিউজ্জামান নামে এক ব্যাক্তি। ওই হত্যা মামলায় পলাতক থাকা এজাহার নামীয় দুই নং আসামী বাবু ও দশ নং আসামীকে শুক্রবার রাতে টাঙ্গাইল থেকে গ্রেফতার করে র্যাব সদস্যরা। এ হত্যা মামলার অন্য আসামীদেরও গ্রেফতারে র্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান অধিনায়ক রুহ-ফি-তাহমিন তৌকির।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
0 Comments:
Post a Comment