চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় ট্রেইডক্রাফ্ট এক্সচেঞ্জ বাংলাদেশ স্টাফ বেনিভোলেন্ট ফান্ড এবং এসেডো সংস্থা এর মাধ্যমে ৩’শ জনের মাঝে ৩শ’টি কম্বল বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকাল ১০টার দিকে উপজেলার মুসলিমপুর গার্লস একাডেমী মাঠে এ কম্বল বিতরণ করা হয়। এই কম্বল মুক্তি প্রকল্পের গরিব
ও অতি দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্টি বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়। করোনা কালীন স্বাস্থ্য বিধি মেনে ৫ ফুট দূরত্ব বজায় রেখে কম্বল বিতরণ করা হয়। উত্তরাঞ্চলের বরেন্দ্র এলাকার রিমোট এরিয়া নাচোল ও তানোর এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের শীতের প্রকোপ থেকে রক্ষা করতে যেন সরকারি, বে-সরকারী, স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থা গুলো সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, সেই লক্ষে অনুপ্রাণিত করতেই ট্রেইডক্রাফ্ট এক্সচেঞ্জ বাংলাদেশ স্টাফ বেনিভোলেন্ট ফান্ডে এই কম্বল বিতরণ কর্মসূচি হাতে নেয়া হয়। কম্বল বিতরণী অনুষ্ঠানে এসেডোর নির্বাহী পরিচালক রবিউল আলমের সভাপিতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রেইডক্রাফ্ট এক্সচেঞ্জ বাংলাদেশের কান্টি ডিরেক্টর শাহেদ ফেরদৌস, নাচোল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য রয়েল বিশ্বাস, নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নেজামপুর ইউপির সাবেক চেয়ারম্যান নিতাই চন্দ্র বর্মন, যুগ্ম সাধারণ সম্পাদক কাবুল হোসেন, আদিবাসী নেতা যতীন হেমরম, বিধান সিংহ, ট্রেইডক্রাফ্ট এক্সচেঞ্জ বাংলাদেশের ফিন্যান্স ম্যানেজার মঞ্জুরুল হক ও প্রজেক্ট কো-অর্ডিনেটর শাহ সুফি মো: আল মোতায়াক্কেল বিল্লাহ, এছাড়া আরো উপস্থিত ছিলেন এসেডো’র ফিনান্স ম্যানেজার আজাহার আলী, ফিল্ড কো-অর্ডিনেটর, ডেইজী, আমিনুল ইসলাম ও মিলন হোসেনসহ স্থানীয় গনমাধ্যম কর্মী, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। কম্বল বিতরন কালে এসেডো এর নির্বাহী পরিচালক রবিউল আলম সমাজের পিছিয়ে পড়া জনগোষ্টির এক দিকে উন্নয়ন ও অন্যদিকে কোভিড-১৯ দূর্যোগের মত যে কোন দূর্যোগে ট্রেইডক্রাফ্ট এক্সচেঞ্জ আর্থিক সহযোগিতা অব্যাহত রাখবে। এই ব্যাপারে ট্রেইডক্রাফ্ট এক্সচেঞ্জ, জেলা পরিষদ, স্থানীয় সরকার, উপজেলা প্রশাসন ও গনম্যাধ্যমের সহযোগিতা কামনা করেন।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
0 Comments:
Post a Comment