চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রস্তুতি সভা হতেই দেয়নি পুলিশ। মঙ্গলবার দুপুরে নেতাকর্মীরা বিশ^রোড এলাকায় একটি অটো গ্যারেজে প্যান্ডেল করে সভা শুরু করার সময়ই, পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাদের সভা করতে বারন করে। পরে নেতাকর্মীরা সভা না করে চলে যান।
যুবদল নেতা আব্দুর রহমান অনু অভিযোগ করেন, পুলিশ করোনার কথা বলে তাদের সভা করতে বারন করে, যদিও করোনার বিধিনিষেধ যেটা জারি করা হয়েছে, সেটি ১৩ তারিখ থেকে কার্যকর হবে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পরিদর্শক মিন্টু রহমান বলেন, যুবদলের নেতাকর্মীরা অনুমতি ছাড়ায় সভার আয়োজন করেছিলো, তাই তাদের সভা না করার জন্য বলা হয়। করোনার কারনে জনসমাগম যাতে না হয়, সে জন্যই তাদের বারন করা হয়েছে।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
0 Comments:
Post a Comment