পুঁথিপাঠ আর থুবড়ার গীত, সাংস্কৃতিক উৎসবে শেকড়ের সন্ধান


চাঁপাইনবাবগঞ্জে বিয়ের অনুষ্ঠানে অন্যতম আয়োজন থুবড়া। সাধারণত বিয়ের আগে বর কনেকে আশির্বাদ জানিয়ে স্বজনরা মিষ্টি মুখ করান। চাঁপাইনবাবগঞ্জে এ আয়োজন থুবড়া নামে পরিচিত। বুধবার বিকালে চাঁপাইনবাবগঞ্জের অতিপরিচিত এ আয়োজনটি ছিলো জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের বঙ্গবন্ধু মঞ্চে। বিয়ের কনেকে নিয়ে বসে আছেন বেশ কয়েকজন, কন্ঠে তাদের  গীত। টাকা ছাড়া কেউই যাতে কন্যাকে মিষ্টি খাওয়াতে না পারে, সেজন্য কন্যার মুখে নতুন গামছা ধরে বসে আছেন তাদেরই একজন। তারপর এক এক করে এসে বিয়ের কন্যাকে মিষ্টি খাওলেন। টাকা না দিয়ে কেউ কেউ থুবড়া খাওয়ানোর চেষ্টা করলেন বটে, তবে ব্যার্থ হলেন সবাই, শেষ মেষ টাকা দিয়েই খাওয়ালেন থুবড়া। টাকা দেয়া, না দেয়া কম দেয়া এসব নিয়ে চলা যুক্তিতর্কও উঠে আসছিলো থুবড়ার গীতে....

চাঁপাইনবাবগঞ্জে শুরু হওয়া সাংস্কৃতিক উৎসবে প্রথম দিন বুধবার বিকালে মুর্ছনা সঙ্গীত নিকেতনের শিল্পীরা তুলে ধরে এ জেলার বিয়ের আয়োজনের নানা দিক, তাই অবধারিত ভাবেই ছিল থুবড়া। এরপর একে একে জামাই বরন, কাজীর বিয়ে পড়ানোসহ বিয়ের অন্যসব অনুষ্ঠানিকতা শিল্পীদের পরিবেশনায় ফুটে উঠে।


এদিকে সকালে উৎসবের উদ্বোধনী শেষে শুরুতেই পুঁথিপাঠ করেন চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র সাংবাদিক গম্ভীরার নানা মাহবুবুল আলম। তার পুঁথিপাঠেও উঠে আসে আমাদের শেকড়ের কথা। উঠে আসে বর্তমান যাপিত জীবনের নানা দিক।
 গুনী এ শিল্পী অনেক দিন থেকেই শেকড় সংস্কৃতির অন্যতম মাধ্যম পুঁথিপাঠকে সবার সামনে তুলে ধরে যাচ্ছেন। তার মতে নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখতে চর্চা করতে হবে।  তা না হলেন আমাদের  নিজেদের পরিচিতিও হুমকিতে পড়বে। 
 
বুধবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ মহিলা সংরক্ষিত আসনের সাংসদ ফেরদৌসি ইসলাম জেসি সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন। এসময় ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শংকর কুমার কুন্ডু, অতিরিক্ত জেলা প্রসাশক জাকিউল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ নবাবগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের প্রফেসর মাযহারুল ইসলাম তরু সহ অনান্যরা।
শুরু হওয়া জেলা সাংস্কৃতিক উৎসব শেষ হবে  বৃহস্পতিবার (২৫ নভেম্বর)। এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিল্পী গোষ্ঠী অংশ নিচ্ছেন।


 

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

0 Comments:

Post a Comment

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7