ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশির একটা দিন। তবে এবারও করোনাকালে উদযাপন হচ্ছে ঈদ। নানা বিধিনিষেধ মেনেই ঈনের দিনটি পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ বাসী। অনেকাটা ঘরেই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন সবাই। করোনাকাল হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের অধিকাংশ এলাকাতেই মসজিদেই অনুষ্ঠিত হয়েছে ঈদের নামাজ। তবে কয়েকটি এলাকায় ঈদগাঁহেও ঈদের নামাজ পড়েছেন মসুল্লীরা।
সকাল সাড়ে সাতটায় জেলা শহরের কোর্ট মসজিদে ঈদের নামাজ আদায় করেন, চাঁপাইনবাবগঞ্জ তিন আসনের সংসদ সদস্য হারুনুর রশিদ হারুন, জেলা প্রশাসক মঞ্জরুল হাফিজ, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব এ কেএম তাজকির উজ জামানসহ অনেকে। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ মহারাজপুর ঘোড়াষ্ট্যান্ড জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল নিজ এলাকা শিবগঞ্জ উপজেলার মনাকষা কেন্দ্রীয় জামে মসজিদে ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম নাচোলের ঝিকড়া মসজিদে ঈদের নামাজ আদায় করেন। পুলিশ সুপার এএইচএম আবদুর রকিবসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা জেলা পুলিশ লাইন্সে ঈদের নামাজ আদায় করেন।
ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলার ২ হাজার ৪’শ ৮২ মসজিদে একাধিক জামাতের মাধ্যমে ঈদের নামাজ আদায় করেন মুসুল্লিরা।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
0 Comments:
Post a Comment