বাঙালির মুক্তির সংগ্রাম শুরু হয়েছিল অনেক আগে থেকেই, ভাষার জন্য লড়াই করেছিল বাংলার দামাল ছেলেরা। বাংলাভাষার লড়াইয়ে স্বাধীনতার যে স্বপ্নবীজ বুনেছিলো বাঙালি, ৭১ এ মুক্তিযুদ্ধে রুপ নেয়। ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষনেই ছিলো বাঙালির মুক্তির চুড়ান্ত রুপ। আগেই টের পেয়েছিলো পশ্চিম পাকিস্তানি জান্তারা, তাই বাঙালি জাতিকে মেধাশূণ্য করতেই ২৫ মার্চ কালো রাতে চালানো হয়, ইতিহাতের ঘৃণ্যতম গনহত্যা। ঘুমন্ত মানুষের উপর চালানো এ বর্ববর হত্যাকান্ডের কথা আজও শিহরিত করে সবার হৃদয়।
২৫ মার্চের কালোরাত স্মরণ করে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা করেছে, জেলা
প্রশাসন, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি কলেজ, হরিমোহন
সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন।
বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চে জেলা
প্রশাসক মঞ্জরুল হাফিজের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য দেন সংসদ সদস্য হারুন
আর রশিদ, মুক্তিযোদ্ধা রুহুল আমিন, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, মনিমুদৌল্লা
চৌধুরী, পুলিশ সুপার আব্দুর রাকিবসহ অনান্যরা।
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন এক্সিম ব্যাংকের
এমডি বীর মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া, বিশ্ববিদ্যালয়ের
পরীক্ষা নিয়ন্ত্রক ও ট্রেজারার শাহরিয়ার কবীর, কৃষি ও কৃষি অর্থনীতি
অনুষদের ডীন ড. দেলোয়ার হোসেনসহ অনান্যরা।
অন্যদিকে নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডুর
সভাপতিত্বে নবাবগঞ্জ সরকারি কলেজে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য দেন বীর
মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম, প্রফেসর মোখলেশুর রহমান, প্রফেসর
ড. মাযহারুল ইসলাম তরু, প্রফেসর দুরুল হোদাসহ অনান্যরা।
এদিকে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. রুহুল আমিনের
সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, বীরমুক্তিযোদ্ধা তরিকুল আলম।
এদিকে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে সন্ধ্যায় যুবমহিলা লীগ চাঁপাইনবাবগঞ্জ
জেলা শাখার উদ্যোগে মোমবাতি প্রজ্জলন কর্মসূচী পালিত হয়। এতে জেলা
আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল ওদুদসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের
নেতাকর্মীরা অংশ নেন।
এছাড়াও ২৫ মার্চের গনহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে
মানববন্ধন কর্মসূচী পালন করেছে ছাত্রলীগের নেতাকর্মীর
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
0 Comments:
Post a Comment